সারাদেশ

হিজলায় গাছ কেটে ও খড়ের পালা দিয়ে জমি দখলের চেষ্টা ও থানায় জিডি করেন

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ৪:৫৬:৪৭ প্রিন্ট সংস্করণ

হিজলা উপজেলা প্রতিনিধি 

 

বরিশালের হিজলা উপজেলায় ক্রয় করা জমির সুপারি ও গাবগাছ কেটে  জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে, এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী, সাধারণ ডায়েরির পর বেদখলীয় জমির মধ্যে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খড়ের পালা দিয়েছে হাশেম শেখ।

এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেছেন সাংবাদিক মোঃ আলহাজ ৷
হিজলা থানায় জিডি নং ৫৪২ স্থানীয় ভাবে জানা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর মৌজায় ৩১১ নং বি.এস খতিয়ানের ২২২৬ নং দাগের ১০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হলেন সাংবাদিক মোঃ আলহাজ।

এর মধ্যে প্রায় ৪ শতাংশ জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করে এলাকার মৃত আকরাম আলী শেখের পুত্র হাশেম গংরা, হাশেমের ছেলে রাসেল সাংবাদিক মোঃ আলহাজকে ওই জমির ধারে কাছে গেলে প্রাণনাশের হুমকি দেয়, নিরাপত্তার জন্য সে আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান, উল্লেখ্য তারা এতটাই ভয়ংকর তাদের বিরুদ্ধে কাউরিয়া বাজারের ভিতরে সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ও রয়েছে, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে একটি মোটরসাইকেল তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ কাউরিয়া বাজারে খাবার হোটেল ব্যবসায়ী হাশেম শেখের পুত্র রাব্বি শেখ ও তার সহযোগী রাব্বি হাওলাদারকে আটক করে ৷

কিছুক্ষণ পরেই রাব্বির বড় ভাই রাসেল শেখ তার সঙ্গীদের নিয়ে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তিও হয়, একপর্যায়ে রাব্বি ও তার সহযোগীকে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভিতরে নিরাপত্তার জন্য নিয়ে যায় পুলিশ, এস আই বেল্লাল হোসেন ও এস আই সাইফুল ইসলাম থানায় ফোনে ঘটনাটি জানানোর পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা এবং মাদক আইনে মামলা হয়েছে, হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর বলেন সোমবার সকালে  এসে সাংবাদিক মোঃ আলহাজ হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Author

আরও খবর

Sponsered content