হবিগঞ্জ সংবাদ দাতা
হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ এ গুরুতর ভাবে আহত হয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রুবেল। জানা যায় ১৮/০১/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক বিকাল ৫টায় নবিগঞ্জ পৌরসভার গোল্ডেন প্লাজার পিচনে একটি শালিকি সভা হয়, আর পুর্বপরিকল্পিত ভাবে নাদিম গ্রুপের কয়েকজন আগে থেকে পরিকল্পনা করে রেখে জাহিদুল ইসলাম রুবেল কে মারার জন্য এবং এবং পরিকল্পনা অনুযায়ী তারা রুবেল সহ ছাত্রলীগ নেতা কাজল এবং তারেক কে তারা আঘাত করে এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত হয় রুবেল। এবং রুবেল এর সারা শরীরে এলো পাতারি আঘাত করে জখম করে, এবং মমুর্ষ অবস্থায় রুবেল কে নবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার আশংকাজনক হওয়াতে সিলেট ওসমানী মেডিকেল এ প্রেয়ণ করে, এদিকে রুবেল এর অবস্থা জানাননি হলে রুবেল পন্তিরা শহরে উত্তাল সৃষ্টি করে, এবং জনমনের মনে ভয় বিরাজ করে, এবং সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের মনে উত্তেজনা বিরাজ করে, তাৎখনিক নবিগঞ্জ থানার কর্মকর্তা জনাব মাসুক আলী সাহেব
অতিরিক্ত পুলিশ প্রশাসন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, এবং পরিস্থিতি এখনো উত্তাপ আছে। এই নিউজ লেখা পর্যন্ত এখনো কোনো মামল হয়নি, এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি নাদিম আহমেদের বাড়ি ঘর ভাংচুর করে অভিযোগ করেছেন নাদিমের বাবা, উনি জানান, উনার বাড়িতে এসে উনার ঘর এবং সিএজি গাড়ি কে ভাংচুর করে, এবং একটা মটর বাইকে আগুন লাগায় কে বা কারা। এদিকে এ ঘটনায় থম থম উত্তেজনা বিরাজ করছে নবিগঞ্জ উপজেলা, যেখনো সময় আবারও নাশকতার আশংকা করছে সর্বসাধারণ!