সারাদেশ

গোয়েন্দা অভিযানে হেরোইনসহ মাদকাসক্ত ৫ ছিনতাইকারী গ্রেফতার

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৪:২৩:৫৩ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ গোয়েন্দা  শাখার এর অভিযানে ০৫ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার, ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

জনাব, এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও টিমসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী সাকিনস্থঃ মহারাজা রোডের উত্তর মাথায় পাকা রাস্তার উপর হইতে গত ২২ জানুয়ারি ২০২৪ইং, রাত ১১.০০ ঘটিকায় সময় ৩০ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী

১। শাহ আলম রুমান (৩৫)বছর,পিতা-সাইদুল হক ওরফে খোকন, মাতা-রহিমা খাতুন,সাং- পুরোহিত পাড়া (পুরোহিতপাড়া ৩৬/ই রেলওয়ে কলোনী)

২। মোঃ প্রান্ত সরকার (আল আমিন)(২৪)বছর , পিতা-হানিফ, মাতা-পারভীন, সাং-গাঙিনারপাড় শিববাড়ী

৩। মোবারক হোসেন অন্তর (২৮)বছর,পিতা-মোঃ শহিদুল ইসলাম,মাতা-মলি ইসলাম,সাং-ইটাখলা রেল ক্রসিং,কাচিঝুলি

৪।মোঃ খোরশেদ আলম (২৫),পিতা- মৃত মোসলেম উদ্দিন ওরফে গামা, মাতা-অজুপা খাতুন, সাং-মালগুদাম

৫। তারিকুল হাসান তারেক (২৯)বছর,পিতা- কামাল উদ্দিন , মাতা-শহিদা খাতুন, সাং-দক্ষিণ সেহড়া(২০ সেওড়া,চামড়া গুদাম)সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহ হতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে,বলে কতৃপক্ষ জানিয়েন।

এবং গ্রেফতারকৃত আসামী শাহ আলম রুমান (৩৫) এর বিরুদ্ধে ০৩টি, মোঃ প্রান্ত সরকার (আল আমিন) (২৪) এর বিরুদ্ধে ০৫টি,মোবারক হোসেন অন্তর (২৮)এর বিরুদ্ধে ০৫টি,মোঃ খোরশেদ আলম (২৫) এর বিরুদ্ধে ০৪টি ও তারিকুল হাসান তারেক (২৯) এর বিরুদ্ধে আরো ০১টি করে মামলা আছে।

উদ্ধারকৃত: ৩০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে ও ০৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে তারা জানান।

Author

আরও খবর

Sponsered content