সারাদেশ

ভালুকায় ফেন্সিডিলসহ এক যুবক আটক

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ১১:১৪:৩৯ প্রিন্ট সংস্করণ

৮০ বোতল ফেন্সিডিলসহ রাব্বি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, থানার এসআই সামিউল, এসআই খন্দকার আল রাজী, এএসআই তানভীর হাসান সঙ্গীয় ফোর্স পরিচালনা করে হবিরবাড়ী এলাকার মৃত নুরু মিয়ার বাড়ী থেকে ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে ধরে। এ সময় পালিয়ে যায় ফরহাদ নামে আরো একজন। ফরহাদের বাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিকুড়া গ্রামে।

আটককৃত রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকালে আটককৃত রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

Sponsered content