বগুড়া জেলা প্রতিনিধিঃ
গত ৩ ফেব্রুয়ারি সোনাতলা পৌর এলাকার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠায় সোনাতলা থানা পুলিশ।
বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল হোসেন জেলা কারাগারে বন্দী ছিলেন।
ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।
গতকাল ১০ ফেব্রুয়ারি তার ঝুলন্ত লাশ মেলে জেলা কারাগারের।
জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টায় কাড়া অভ্যন্তরে ওয়াশরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আজ দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহের রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।