ধর্ম

বটিয়াঘাটা বাজার মসজিদের উদ্দোগে ২৪ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৩৪:৫৩ প্রিন্ট সংস্করণ

ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :

বটিয়াঘাটা বাজার মসজিদ পরিচালিত হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্দোগে শনিবার বিকেলে আসরের নামাজের পর থেকে কুরআনের তাফসীর আলোচনা শুরু হয়, ২৪ তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত, বাজার মসজিদ ও মাদ্রাসার সভাপতি আবুহেনা মুক্তির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুফতি ইয়া্হইয়া বিন নজরুল ইসলাম খতিব মিডফুড জামেমসজিদ ও প্রিন্সপাল মারকাজুল উলুম আন নববী মাদ্রাসা, কেরানীগঞ্জ ঢাকা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের এর সভাপতি আশরাফুল আলম খান, এছাড়া ও স্থানীয় উলামায়ে কেরাম গন আলোচনা করেন,বটিয়াঘাটা বাজার মসজিদ ইমাম হাফেজ মাহবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি আঃ হাকিম ইস্টার্ন মসজিদ ইমাম মুফতি মেজবাহ উদ্দিন, বাইতুল করিম জামেমসজিদ ইমাম হাফেজ মোঃ তোরাব আলী, মসজিদে কোবা ইমাম আঃ হাকিম,হাজী শহিজউদ্দিন পাশারি জামেমসজিদ তালতলা ইমাম মোঃ ইসমাইল হোসেন, বটিয়াঘাটা বাজার মসজিদ ও মাদ্রাসার শিক্ষক হাফেজ হেদায়েত উল্ল্যাহ। তরুণ শিল্পপতি বটিয়াঘাটা বাজার বৃহত্তর ব্যাব সায়ি মোঃ লুৎফর রহমান,

Author

আরও খবর

Sponsered content