জনপ্রিয় - নিউজ

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে আগুনে পুড়ে কয়লা পাঁচ বছরের শিশু

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে সাকিব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাভারের আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে।

 

নিহত সাকিব আশুলিয়ার পানধোয়া এলাকার দিনমজুর নিজামউদ্দিনের ছেলে।

এব্যাপারে জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার সায়েম বলেন, শিশুটির বাবা দিনমজুর ও মা আশে পাশের বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সকালে তারা সন্তানকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বের হন। বেলা ১২টার দিকে ওই ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শিশুটি আগুনে দগ্ধ হয়ে পুড়ে কয়লা হয়ে যায়।

তিনি আরও বলেন, চারটি টিনসেড ঘরের মধ্যে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, ফায়ার সার্ভিস পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করেছে। ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। লাশের কিছু অংশ পাওয়া গেছে।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮