জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলার ৪নং চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডি এস দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় লোকজন।। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন তারা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী অভিভাবক স্থানীয় লোকজন অংশ নেন।
জানা যায়, নান্দাইল উপজেলাধীন ডি এস দাখিল মাদ্রাসায় একজন নিরাপত্তাকর্মী, একজন পরিচ্ছন্নতাকর্মী এবং একজন আয়া পদে মোট তিনটি নিয়োগের ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে তাদের কথোপকথন অডিও কল রেকর্ড সোশাল মিডিয়া ভাইরাল হয়।
নিয়োগ বাণিজ্যের টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক কমিশনার আব্দুল কাদির, মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ আলমের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে মিজানুর রহমান তালুকদার এর সঞ্চালনা বক্তব্য রাখেন, নান্দাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন, ইউপি সদস্য মাহফুজুল বারী তালুকদার খসরু, মাদ্রাসা কমিটি সদস্য হাজী আজিম উদ্দিন সহ আরো অনেকে।
নিয়োগ বাণিজ্য করার প্রতিবাদে মাদ্রাসা সুপার সহ দোষীদের বিচারের আওতায় এনে নিয়োগ বাতিলের করার জন্য দাবী জানিয়েছে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় লোকজন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।