বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃত কিশোর দের নাম মাইনুর ও সিফাত। ১৫ বছরের সমবয়সী দুজন কিশোর দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
মৃত মাইনুর ও সিফাত উভয়ই গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমন এবং বৈঠাভাঙ্গা গ্রামের মো. উজ্জ্বল এর সন্তান।
জানা যায়, মাইনুরের বাবা পরিবার নিয়ে শহরের বউবাজার এলাকায় ভাড়া থাকেন।
সকাল ১১টার দিকে মাইনুর আর সিফাত ফিলিংস্টেশন থেকে মটরসাইকেলে তেল নিয়ে বউবাজারের ভাড়া বাড়িতে ফিরছিল।পথিমধ্যে দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুগবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক একটি দুধবাহী লরিকে ওভারটেক করার সময় ওই মটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনস্থলেই ওই দুই কিশোর প্রাণ হারান।
এ বিষয় এ নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।