জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নিভিয়া ঘাটা ফাজিল মাদ্রাসায় ফাজিল ৩য় বর্ষের বিদায় ও দোয়ার মাহফিল অনুষ্ঠান হয়েছে। সকাল ১১ টার সময় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বর্ডির সহ-সভাপতি হেলাল উদ্দিন হেবাল
অনুষ্ঠানে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও আজিজুল ইসলাম আজিজ এর সভাপতিতে পরিচালনা করেন ইসলাম উদ্দিন ভূইয়া ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তৃতা নানারকম দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এবং সাফল্য কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মাহমুদুল হাসান ইদ্রিস বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মফিজুর রহমান।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নুরুল আমিন বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রুহুল আমিন বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের বি এস সি শিক্ষক আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ভূঁইয়া বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্রলীগ সভাপতি পরীক্ষার্থী মিজানুর রহমান মিজান।
বক্তব্য রাখেন পরীক্ষার্থী মোবায়েজ মিয়া।
কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী ইমরান হোসাইন।দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবুল কালাম মোঃ রুহুল আমিন।