সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
স্কুলছাত্রীকে অপহরণ করে বিয়ে, বিচার চাইতে গিয়ে সালিসেই পিটিয়ে বাবাকে হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক সোহেল আহত ইয়ামিন হত্যা মামলার আসামি এএসআই গ্রেফতার ত্রিশালের সাপখালীতে কাঁচা রাস্তায় দুর্ভোগ, পাকা করার জোর দাবি এলাকাবাসীর বাবর ভাইকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফতেপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা রামগঞ্জে বিশ্বখ্যাত জতুন পেইন্ট এবং কোটিংস শো-রুমের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুরে পল্লি বিদ্যুৎতে খুটি পড়ে মুখ ঝলসে যাওয়া শিশুর চিকিৎসা খরচ দিতে অস্বীকার, দারিদ্র্যতার কারণে মিলছে না চিকিৎসা

সম্পাদক
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ Time View

 সম্পাদক ফাহাদঃ পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি ধসে তাদের বাড়িতে পরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সেই সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে ঝলসে যায় তার মুখমন্ডল ও প্রচন্ড আহত হন।কয়েক সপ্তাহ আগের এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ মৌখিক দুঃখ প্রকাশ করা হলেও শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করা তার হতদরিদ্র পরিবারের জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছে!

সেতু নামের ৯ বছরের ওই শিশুর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির সীমান্তবর্তী কমলপুর গ্রামে।সেতুর মা রওসন আরা স্বামী পরিত্যক্তা মহিলা পেশায় একজন গার্মেন্টস কর্মী। দিন আনা দিন খাওয়ার সংসার অভাব অনটনের সংসার। টাকার জন্য ঠিকমতন স্কুলেও যেতে পারেনা সেতু।তার মুখের পরিবর্তিত চেহারা দেখে তার সহপাঠীরা ব্যঙ্গ-বিদ্রোপ ও হাসাহাসি করছে।

ঢাকায় বার্ন ইউনিটে পুড়া মুখের উন্নত চিকিৎসার করানোর সক্ষমতা নেই হতদরিদ্র সেতুর পরিবারের।দুদিন হলো তার পিতা লিটন মিয়াকে মারামারির ঘটনায় পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে।তার পিতা হাজতে আছে সে কথা সে কষ্ট পাবে ভেবে তার মা তাকে জানায় নি।

ঝলসে যাওয়া মুখমন্ডলের প্রচন্ড ব্যাথায় সেতু কাদছে আর বার বার বলছে,চকলেট ও মিষ্টি নিয়ে আমার বাবা এখনো আসছে না কেন!

পার্শ্ববর্তী মুদির দোকানে এদের বকেয়া টাকা জমা থাকার কারণে দোকানদার বাকীতে তাদের সদাইও দিচ্ছে না।এখন মা ও মেয়ের চোখের পানিই যেন নিয়তি!

অন্যদিকে সেতুদের পাড়ার ৫ টি পরিবারের একমাত্র পথচলার রাস্তাটি স্থানীয় একজনের ব্যক্তি মালিকানা হওয়াতে সেটি নিয়েও চলছে দ্বন্দ্ব সংঘাত।রাস্তা বন্ধ হওয়ারও উপক্রম তৈরি হয়েছে ।থানায় অভিযোগ থাকায় স্থানীয় পুলিশ ফাড়ির এক এসআই গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সেই রাস্তাটি বন্ধ কবে দিবে বলায় প্রচন্ড অনিরাপত্তা ও দুঃখ বিরাজ করছে ওই পাড়ার সকলের মধ্যে।

এই ঘটনায় অশ্রুসিক্ত নয়নে সেতু বলছে,রাস্তাটা যদি বন্ধই করা হয় তাহলে আমার লিটন বাবা গাড়ি নিয়ে আমার কাছে চকলেট নিয়ে কিভাবে আসবে!

গতকাল মঙ্গলবার রাতে (২০ ফেব্রুয়ারী) মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল ফোন দিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেন।ইউএনও কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়ায় কিছুটা স্বস্তির মুখ দেখছেন শিশুটির মা রওশন আরা।ইউএনওর সহযোগিতার আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় দিনগুনছে এরা।

মাধবপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম জানান, আসলে মেয়ে শিশুটি অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার করার চেষ্টা থাকবে। এখানে এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদেরও বেশি দায়িত্ব রয়েছে শিশুটির পাশে দাঁড়ানোর ক্ষেত্রে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102