সারাদেশ

টেকনাফ গোদারবিলে র‌্যাবের অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ২০হাজার ইয়াবাসহ  আটক। 

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১:১২:২৮ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধিঃ গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন মধ্যম গোদারবিল এলাকার ব্রাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের মায়ের দোয়া ষ্টোর নামক দোকানের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি সবুজ রংয়ের ব্যাটারী চালিত টমটম থেকে নেমে পালানোর প্রাক্কালে ব্যাটারী চালিত টমটমের চালককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সাথে থাকা সবুজ রংয়ের ব্যাটারী চালিত টমটমের সামনের সিটের নিচে ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বীকার করে। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির ব্যবহৃত টমটমের সামনের সিটের নিচ হতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়ামতে একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়: সৈয়দ আলম (২৫), পিতা-নবী হোসেন, সাং-পশ্চিম নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবত ব্যাটারি চালিত টমটম চালনার পাশাপাশি ড্রাইভারী পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। ধৃত মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে এই অভিনব কায়দা অবলম্বন করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content