স্বাস্থ্য

বেইলি রোডের আগুনে নিহত বেড়ে ৪৫

  প্রতিনিধি ১ মার্চ ২০২৪ , ১০:৪০:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুনে নারী, পুরুষ ও শিশুসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। গণমাধ্যমকে ৪৪ জন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পরে ১ মার্চ সকালে আরো একজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫।

 

স্বাস্থ্যমন্ত্রী ডা.সামান্ত লাল সেন গণমাধ্যমকে রাত ২ টার দিকে বলেন, আমি সংবাদ পেয়ে আমি দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত আসতে বললেন। এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ অবস্থা। বার্ণ ইন্সটিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছে।

মন্ত্রী আরও বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখ জনক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ণ ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছে কি না এখনো তথ্য পাওয়া যায় নি। ঢামেক ১৪ জন ও বার্ণে আহতের সংখ্যা ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে গুরুত্ব আছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content