সারাদেশ

বগুড়ায় অবিস্ফোরিত ৩টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৪ , ১০:৫৭:৪০ প্রিন্ট সংস্করণ

শাকিল জোয়ারদার বগুড়া জেলা প্রতিনিধিঃ সোমবার (৪ই মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় আঙ্গিনা থেকে এ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গ্রেনেট গুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দ্রুতে রাখা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

এ বিষয়ে বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, কয়েকদিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে৷ বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়ার সময় একসাথে তিনটা গ্রেনেড দেখতে পাওয়া যায়৷ পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে তারা এসে গ্রেনেড তিনটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, বলেন, তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এগুলো নিষ্ক্রিয় করা হবে। বর্তমান গ্রেনে তিনটি পানিতে ভিজিয়ে নিরাপদ দূরত্বে রাখা
হয়েছে।

Author

আরও খবর

Sponsered content