মোঃ তরিকুল ইসলাম-বাগেমোঃরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে সিএন্ডবি বাজারের সবৃবৃহৎ মুদি দোকান ‘তালেব কাজী ষ্টোরে’ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জানান। দোকানের সার্টার বন্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
দোকান মালিক তারেক কাজী জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরে বাজার থেকে খবর পেয়ে দোকানে এসে দেখেন আগুনে তার সব কেড়ে নিয়েছে।
তিনি আরো বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে তিনি বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে দোকানে বেশি মালপত্র তুলেছিলেন। এই অগ্নিকান্ডে তার কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
সিএন্ডবি বাজার বণিক সমিতির সভাপতি শেখ মোহন আলী জানান, রাতে সিএন্ডবি বাজারের সবচেয়ে বড় মুদি দোকান তালেব কাজী স্টোরে আগুন লেগে যায়। বাজারের নৈশ প্রহরীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে দোকানের শাটার বন্ধ অবস্থায় থাকায় আগুন বাইরে ছড়াতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বাজারের ব্যবসায়ীরা রক্ষা পেয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: শাহাবুদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।