নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর গ্রিন রোড এলাকার ১৪৭/এ/১ তাহের ভবন। সরেজমিন তাহের ভবনে ঢুকে দেখা যায় দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘ডিপিএল’ (ডোমিনেজ পিৎজা লিমিটেড) মদের বার। চতুর্থ তলায় সিএমসি হেলথ কেয়ার লি:। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম তলা পর্যন্ত বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
জানা গেছে, ভবনের মালিক সালমা বেগম যুক্তরাষ্ট্র প্রবাসী। এই ভবনের আশপাশের বাসিন্দাদের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন – এই বারের মালিক অনেক প্রভাবশালী। বারের চারপাশেই আবাসিক এলাকা। প্রায় প্রতিদিনই মাতাল হওয়া মানুষের কান্ডকারখানা দেখতে হয় আমাদের।
এই বারের ব্যবস্হাপনা পরিচালক হচ্ছেন সাকি নূর ইসলাম। অন্যতম পরিচালক মোঃ ইকবাল নামের একজন। ২৪ ঘন্টাই খোলা থাকে এই মদের বার। সন্ধ্যার পর থেকেই আলো-আধাঁরিতে চলতে থাকে উদ্দাম বিভিন্ন ভাষার সংগীত।
এ বিষয়ে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম নূরুল হুদার সাথে যোগাযোগের চেষ্টা করেও বিফল হতে হয়।
ডিপিএল বারের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন- আমরা ২০১৬ সালের ফেব্রুয়ারিতে দুটি ফ্লোর ভাড়া নিয়ে ডেকোরেশনের কাজ শুরু করেছি। আমাদের সাত-আট মাস পর বিশ্ববিদ্যালয় এসেছে এই ভবনে। এখন ভবন মালিকই বলতে পারবেন তিনি কেন বিশ্ববিদ্যালয়কে ভাড়া দিয়েছেন।