মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :- বটিয়াঘাটা উপজেলায় ঐতিহাসিক ৭’ই মার্চ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭’ই মার্চ) সকাল ৯’টায় বটিয়াঘাটা উপজেলা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক ১১ টায় অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিষেস অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মোঃ আসা দুর রহমান,সাব রেজিস্টার মোঃ মনিরুল ইসলাম,উপজেলা বাইচ চেয়ারম্যান নিতাই গাইন,মহিলা বাইচ চেয়ারম্যান চঞ্চল মন্ডল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন,বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, সমাজ সেবা কর্মকর্তাআহছান উল্লাহ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুবেল,বীর মুক্তি যোদ্ধা বিনয় কৃষ্ণন সরকার, মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ব, অধ্যাপক মনোরঞ্জন মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।