নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত বুধবার ক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। ফলাফলে সভাপতি হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার ত্রিশাল প্রতিনিধি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভি ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদ।
বুধবার (৬ মার্চ) বিকাল ৪ ঘটিকায় আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন শুভ উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামছুদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল বার্তা সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ার, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন দৈনিক মানবকন্ঠ ত্রিশাল প্রতিনিধি মো: সেলিম ।
ত্রিশাল রিপোর্টার্স ক্লাব নির্বাচন-২০২৪ এর সকল সদস্য উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।