সারাদেশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু আহত ২

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৪ , ৪:৫৭:৩৩ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধিঃ মান্দায় সড়ক দুর্ঘটনায় মো. সাদ্দাম হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। আহত হয়েছে সবুজসহ ও অজ্ঞাতনামা দুই যুবক। শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে সতিহাটের পূর্ব পার্শ্বের জালাঘাটি মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম হোসেন উপজেলার মৈনম মোল্লাপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে। আহত সবুজ রায়পুর গ্রামের রাজেন্দ্রনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সতিহাট বাজার থেকে তারা দুটি মোটরসাইকেল নিয়ে মৈনম বাজারের দিকে আসছিল। পথিমধ্যে উল্লেখিত স্থানে নওগাঁর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সাদ্দাম হোসেন ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পরে যায়। এসময় সাদ্দামের মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং অপর দুইজনের মেরুদণ্ড ও হাটুতে আঘাত পায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ হোসেনকে ভর্তি নেয়। এসময় নিহত সাদ্দাম ও অপর জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে দেলুয়াবাড়ি পৌঁছালে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

আরও খবর

Sponsered content