নিজস্ব প্রতিনিধিঃ ” টানটান উত্তেজনার মধ্য দিয়ে ঘনিয়ে আসছে, কাঙ্খিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন।
তাই আগামী ৯ মার্চ ২০২৪ইং ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ও ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন-২০২৪ইং উপলক্ষ্যে আজ সকাল ৮:৩০ ঘটিকায় সময় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নির্বাচন ডিউটি সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়।
উক্ত এই ব্রিফিং-এ নির্বাচন সুষ্ঠু,অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার সম্পর্কে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
ব্রিফিং এ উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ এবং বিভিন্ন ইউনিট হতে আগত সিনিয়র অফিসারবৃন্দ, জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, বিএএমএস এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার জনাব সফিকুল ইসলাম সহ সকল সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।