উৎসব অনুৃষ্ঠান

বাগেরহাটের কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন।

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৪ , ১:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই স্লোগান সামনে রেখে বাগেরহাটের, কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার দিবস – ২০২৪ উদযাপনের লক্ষ্যে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সকাল ১০.৩০ মিনিটে কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত, কচুয়া বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সাবেক সাধারন সম্পাদক মো: মোস্তফা গাজী, কচুয়া বাজার বনিক সমিতির সভাপতি ভুঁইয়া মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীবৃন্দ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্তর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১টি র‍্যালি হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়।

Author

আরও খবর

Sponsered content