সারাদেশ

বাগেরহাটে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৪ , ১:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃ তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটে ৭ কেজি গাঁজসহ মো. আল আমিন খাঁ (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।সোমবার (১৮ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে বাগেরহাট সদর থানার চুলকাটি বাজার এলাকার খুলনা-মোংলা মহাসড়কের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

আল আমিন মোংলা পোর্ট পৌরসভার মাদরাসা রোড এলাকার আফান খাঁর ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content