সাভার প্রতিনিধি : সাভারে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ছেলেসহ দুই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয় ।
সাভারের রেডিও কলনি বাস স্ট্যান্ডে রবিবার রাতে ঘটে এই ঘটনাটি ।
এর পর গুরুতর আহত অবস্থায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সাভারের কলমা এলাকার বাসিন্দা ও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমানের ছেলে জিসান প্রামাণিক (১৫), ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে সিয়াম রাজা (১৫)।
এ ঘটনায় বিপিএটিসি স্কুলের দশম শ্রেণীর ছাত্র অভিযুক্ত লতিফের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার
দুঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত লতিফসহ ৩ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
এদের মধ্যে জিসান প্রামাণিক সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অপর কিশোর সিয়াম কলমা এলাকার ওয়াজ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
আহত দুই কিশোরের পরিবারের দাবি, স্কুলের বনভোজনে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা দুইজনকে পূর্বপরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
আহত জিসানের বাবা সাংবাদিক মতিউর রহমান বলেন, “প্রায় এক মাস আগে গাজীপুরের সাফারি পার্কে শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনে গিয়েছিলো বিপিএটিসি স্কুল কর্তৃপক্ষ।
সেসময় নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাসে উঠা নিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। পরে উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মিমাংসা করা হয়৷ বিষয়টি জানার পর আমি বিপিএটিসি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পাশাপাশি পরবর্তীতে যেন আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।
তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় ইফতারের পর বন্ধু সিয়ামের সাথে রেডিওকলোনী এলাকায় যায় জিসান। এসময় পূর্বপরিকল্পিত ভাবে ১৫-২০ জন কিশোর ধারালো অস্ত্র নিয়ে জিসান ও তার বন্ধু সিয়ামের উপর হামলা করে। এসময় হামলাকারীরা ভুক্তভোগী দুই কিশোরকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান , ঘটনাটি ইতোমধ্যে আমরা জানতে পেরে মূল অভিযুক্ত লতিফসহ তিন জনকে আটক করেছি। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে।