নিজস্ব প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর গণিত ক্লাস চলাকালীন সময় এক এক করে
প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে । তাদেরকে ভোলা সদর ২৫০ শস্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে , এখন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ১১ টার সময় এ ঘটনা ঘটে। এতে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।
এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থী বলেন স্যার যখন গণিত ক্লাস নেন তখন আমাদের ক্লাসে দুইজনে দুষ্টামি করে এক জন হাতে ব্যাথা পেয়ে চিৎকার দিয়ে উঠে, তখন স্যার ও আমরা তার কাছে আসি , তার পর আমিও মাথা ঘুরে পড়ে যাই, এখন চোখ মেলে দেখি আমি ও আমাদের সাথের সবাই হাসপাতালে ।
গণিত শিক্ষক নজরুল ইসলাম বলেন , আমি যখন হোয়াইট বোর্ডে লিখতে ছিলাম তখন জিহাদ নামে একটি ছেলে অসুস্থ হয়ে পড়ে , আমি তাৎক্ষণিক তার মাথায় পানি দিয়ে মোটামুটি সুস্থ করে প্রধান শিক্ষক কে নিয়ে আসি তার পর এক এক করে সবাই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পড়ে অ্যাম্বুলেন্স দিয়ে এক এক করে সবাইকে ২৫০ শস্য জেনারেল হাসপাতাল নিয়ে আসি।
ভোলা সদর হাসপাতালের ডা: কে এম শফিকুজ্জামান( সিভিল সার্জন) বলেন , আজ সকালে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর হাতে আঘাত পেয়ে কান্নাকাটি করেছে , তার দেখা দেখি আরও কয়েক জন কান্নাকাটি করে তাদের মধ্যে একটা পেনিক তৈরি হয়েছে , এটা আমরা মাচ সাইকোলজিকাল ইমিয়াজ বলে থাকি ,এটা নিয়ে কোনো সমস্যা নেই তাদের কে আমরা নরমাল সেলাইন দিয়েছি আসা করি তারা ঠিক হয়ে যাবে।