সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধ এর কারণে নারী শিশু সহ চারজন কে মারধরের অভিযোগে ছাত্রলীগের নেতা ও বাবা’কে গ্রেফতার করেছেন পুলিশ ।
(২১মার্চ)বৃহস্পতিবার তার ৮ টায় মারধরের ঘটনা ঘটার পর ( ২২মার্চ) শুক্রবার রাতে সাভারের গাজীরচর ভূইয়া বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলেন- গাজীরচট এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম খান (৪৫) ও তার ছেলে বিজয় ইসলাম সাগর (২৫)। সাগর আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগীরা হলেন- একই এলাকার বাসিন্দা রাজিব মোল্লা (৩৪), তার স্ত্রী তারিন আক্তার নুপুর (২৫), তিন বছরের শিশু সন্তান রায়হান রহমান ও শাশুড়ী তারানা বেগম (৫০)।
মারামারির ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করেন তারিন আক্তার নুপুর।
এজাহার সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুক্তভোগীর শিশু সন্তান অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে চড়-থাপ্পড় দেয় সাগর। এতে তার গাল ফেটে রক্ত বের হয়। তার চিৎকারে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে তারানাকেও মারধর করে। ছেলে ও মায়ের ডাক-চিৎকারে এগিয়ে গেলে তারিন ও তার স্বামীর ওপরও চড়াও হয় অভিযুক্তরা।
এ সময় তাদের লাঠি ও রড দিয়ে পেটায় অভিযুক্তরা। এতে তারানার স্বামীর পিঠে, দুই পায়ের হাঁটুর নিচে, ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এছাড়া দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। বাধা দিতে গেলে তারানাকেও চড়-থাপ্পড়সহ তাকে শ্লীলতাহানি করে। মারধরের পর হত্যার হুমকিও দেয়। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের মামলায় সাগর ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।