স্বাস্থ্য

পায়ুপথ দিয়ে মাছ ঢুকে যাওয়া ব্যক্তির অবস্থার উন্নতি

  প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ৮:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

সম্পাদক ফাহাদঃ পায়ুপথ দিয়ে পেটে মাছ ডুকে যাওয়া সম্রা মুন্ডার অস্ত্রোপচার করার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লাগছে না অক্সিজেন সাপোর্ট। বুধবার (২৭ মার্চ) সকালে হাসপাতালের একদল চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তাদের সাথে কথা বলতে দেখা যায় সম্রা মুন্ডাকে।

এ বিষয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম বলেন, তার শারীরিক অবস্থা অনেকটা স্বাভাবিকের পথে। তবে আরো কিছুদিন পর্যবেক্ষণে রেখে হাসপাতাল থেকে ছুটি দেয়া হবে। তবে দুই মাস পর তার আরও একটি অস্ত্রোপচার লাগবে বলেও জানান তিনি।

এর আগে, গত শনিবার (২৩ মার্চ) বিকেলে বিলে মাছ ধরতে গিয়ে কাদায় পড়ে যান সম্রা মুন্ডা। এসময় তার পায়ুপথ দিয়ে কুঁচিয়া মাছ পেটে ডুকে যায়। পরে অস্ত্রোপচার করে জীবিত অবস্থায় সেই মাছ বের করে আনা হয়।

Author

আরও খবর

Sponsered content