বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৫০০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (২৫ মার্চ) রাত ১১ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে আদমদীঘি থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৫০০গ্রাম কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত জাফের মন্ডলের ছেলে আফজাল মন্ডল (৬২) ও একই এলাকার মৃত জলিল সরদারের ছেলে সাগর সরদার (৪০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।
এ বিষয়ে তিনি বলেন, সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে রাস্তায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে দুই মাদক ব্যবসায়ী দাড়িঁয়ে আছে। এমন গোপণ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে। বর্তমান তারা জেল হেফাজতে রয়েছে।