আসসালামু আলাইকুম 🌺
শুভ সন্ধা প্রাণের বেলাবোবাসী ❤️
জীবন চলার পথে আপনাদের সাথে আমার সম্পর্ক নিবিড়।আর এই নিবিড় বন্ধনের মধ্য দিয়ে আমার আচার আচরনে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
ছাত্র রাজনীতির মধ্য দিয়ে শুরু হলেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করেছি শতভাগ।
একজন বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক কর্মী হিসেবে ,একজন সংস্কৃতি কর্মী হিসেবে এবং একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতা আমার জন্মস্থান নিজ উপজেলার মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় রাখছি। সেইসাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে “চেয়ারম্যান ” প্রার্থী হিসেবে নিজ গ্রামের মুরুব্বিদের দোআ ও ভালোবাসা নিয়ে আজকের পবিত্র রমজানের রজনীতে আপনাদের কাছে দোআ ও সমর্থন চাই।আমিও আপনাদের জন্য দোআ করি মহান আল্লাহ তায়ালা যেনো আপনাদের সুস্থ রাখেন ,সুন্দর রাখেন ,যত্নে রাখেন। হিংসা ,বিদ্বেষ ভুলে আমাদের পারস্পরিক বন্ধন আরো অটুট হোক , মজবুত হোক ,দৃঢ়তা পাক আত্মার মিলন। অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আত্মার বেলাবোবাসী💚