প্রযুক্তি

মিঠুন সরকার কর্তৃক সাংবাদিকদের নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২৪ , ১:৪৫:২৫ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : আজ সাভার প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে সাভারের সর্বস্তরের সাংবাদিক, সুধীগন।

সাভার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সকল সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন সমর্থনে বক্তব্য রাখেন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য , সাভার মডেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দীপক কুমার রায়, সাভার পৌরআওয়া-মীলীগ এর যুগ্ম যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, এটিএন বাংলার শেখ বাশার, আর টিভির জিয়াউর রহমান জীয়া, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরুপ রায়, বাংলা ভিশনের নাজমুস শাহীন প্রমুখ।

এছাড়াও সাভারের হিন্দু সম্প্রদায়ের প্রায় অর্ধশত নারী ভুক্তভোগী মানববন্ধনে অংশনিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন বিতর্কিত মিঠুন সরকার সাভার প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে আসছে ও সাভার প্রেসক্লাবের বিরুদ্ধে নানান কৌশলে ক্লাবের ভাবমুর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানিয়ে কর্মসূচির সমাপ্তি করেন বক্তারা।

Author

আরও খবর

Sponsered content