সাভার প্রতিনিধি: সাভারে পূর্ব শক্রতার জের ধরে ২ পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন । বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বেড়াইদ এলাকায় বনগাঁও ইউনিয়ন আওয়ামী- লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ও স্থানীয় জাকিরের লোকজনের মধ্যে সংঘর্ষ তৈরি করে । এক পর্যায়ে পুরুষের পাশাপাশি মহিলারাও জড়িতে পড়ে সংঘর্ষে । এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
এর আগে, মঙ্গলবার আওয়ামী লীগ নেতা আরিফ আহমেদের কয়েকজন অনুসারীকে মারধর করে প্রতিপক্ষ জাকিরের লোকজন। এ ঘটনার পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জামান জানান, মারামারির ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।