সারাদেশ

ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ১৪০ (একশত চল্লিশ) বস্তা ভারতীয় চিনি উদ্ধার সহ গ্রেফতার ০১ জন

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ৩:১৬:১৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ইং-০৪/০৪/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন উথুরা ইউনিয়নের বনগাঁও চান্দের বাজার সাকিনস্থ ধৃত আসামী ১। মোঃ খোরশেদ আলম (৩৮), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-বনগাঁও, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ এর মালিকানাধীন “খোরশেদ ষ্টোর” নামীয় দোকানের ভিতর হতে আসামীর হেফাজতে থাকা ১৪০ (একশত চল্লিশ) বস্তা ভারতীয় চিনি, যাহার বস্তা পরিবর্তন করে ১৩৬ (একশত ছত্রিশ) বস্তা তীর কোম্পানীর বস্তার ভিতর রক্ষিত ও ০৪ (চার) বস্তা ফ্রেস কোম্পানীর বস্তার ভিতর রক্ষতি, যাহার মোট ওজন ৭০০০ (সাত হাজার) কেজি, যাহার মোট মুল্য ৮,৮২,০০০/- (আট লক্ষ বিরাশি হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং-০৪/০৪/২০২৪ তারিখ বিধি মোতাবেক এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম জব্দ করেন। উক্ত আসামী ভারতীয় চিনি শুল্ককর ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতের সীমান্তবর্তী এলাকা হইতে পলাতক আসামী মোঃ রুহুল আমীন (২৬), পিতা-বাবুল মিয়া, সাং-ঘোষগাঁও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ সহায়তায় আনায়ন করিয়া নিজ হেফাজতে রাখিয়াছিল। এ সংক্রান্তে ভালুকা মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৫/০৪/২০২৪ ইং, ধারা-25B(1)(b)/25D, The Special Powers Act, 1974; রুজু করা হয়। বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content