ধর্ম

সারাদেশে মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন এর ইফতার বিতরণ

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ২:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: পথশিশু সহ সমাজের কিছু সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র অবহেলিত মানুষের পাশে সর্বদা নির্ভিক আমাদের প্রতিটি সৈনিক! এই মূল মন্ত্র টিকে ধারণ করে এবং এরই ধারাবাহিকতায় বিন্দু বিন্দু করে সিন্ধু গড়ার মত করে গড়ে উঠেছে মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন। গত ২৮ ও ২৯ রমজান “মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন” এর তত্বাবধানে সারাদেশের বেশ কিছু দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রায় (৭০) সত্তরটি দরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ করেন মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান। এ ছাড়াও মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি এবং উপ কমিটির সদস্য সহ সকলের তত্বাবধানে সারাদেশজুড়ে ইফতার বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে গনহারে ইফতার বিতরণ করা হয় ঢাকা সাইনবোর্ড “রিভারসাইড হাসপাতাল সংলগ্ন এলাকাতে, দিনাজপুরের পটুয়াপাড়া ১ নং জামে মসজিদে, মুন্সিগঞ্জের কালিতলা গ্রীণ ব্লাড কিন্ডারগার্টেনে, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা সহ আরও বেশকিছু এলাকা এবং ময়মনসিংহ, আউলিয়ানগর রেলস্টেশনে ফুতপাতে ইফতার বিতরণ করা হয়।

মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজ বক্তব্যে আমাদের জানান, মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘ তিন বছর ধরে সুনামের সাথে কিছু নিদিষ্ট অসহায় দরিদ্র মানুষের সেবা প্রদান করে আসছে। অন্তত এক মুহূর্তের জন্য তাদের মুখে প্রকৃত হাসি ফুটানোই আমাদের বড় পাওয়া। আমি ধন্যবাদ জানাই আমার সহকারীদের, আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করি যারা বিভিন্ন ভাবে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেধা দিয়ে এবং কি বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের সদস্য রাইবাতুল তানজুম রিমি আপুকে ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে এত বৃহৎ ভাবে ইফতার বিতরণ কাযক্রম এর আয়োজন করার জন্য এবং তার বিভিন্ন সহযোগীদের সহযোগিতায় মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন কে সারাদেশ এবং বিশ্বের কাছে তুলে ধরার জন্য।

তিনি আরও জানান, খুব শ্রীঘ্রই মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন অদম্য বয়স্ক স্কুল চালু হবে। একই সাথে প্রবাসী ফোরাম গঠন করে প্রবাসে উপকমিটি গঠন করা হবে। ইতালিতে কমিটি গঠনের কথা চিন্তা করা হচ্ছে। এভাবেই সকলের সহযোগিতায় আমাদের অগ্রগতি এবং অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমি আশাবাদী।

Author

আরও খবর

Sponsered content