জনপ্রিয় - নিউজ

বৃষ্টির জন্য কাঁদলেন বাগেরহাটবাসী

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৪ , ৩:৫৮:৩০ প্রিন্ট সংস্করণ

মোঃ তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ অনাবৃষ্টির সঙ্গে তীব্র দাবদাহে পুড়ছে সারাদেশ। গেল কয়েকদিন ধরে বাগেরহাটে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে।

দাবদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির জন্য বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমি মাঠে বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে ইসতেসকার নামাজের আয়োজন করা হয়।
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ আরেফিসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজে ইমামতি করেন ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহজাহান। নামাজ শেষে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় নামাজে অংশগ্রহণকারী কিশোর, বৃদ্ধ ও যুবকদের বৃষ্টির জন্য অঝোরে কাঁদতে দেখা যায়। এছাড়া সবাইকে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আয়োজকরা।
ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শাহজাহান বলেন, তীব্র দাবদাহে সারাদেশ আজ অতিষ্ট। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণিকূলও আজ সংকটে রয়েছে। আমরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছি। আল্লাহর কাছে বৃষ্টির জন্য সবাই মিলে একসঙ্গে কেঁদেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আশা করি।

Author

আরও খবর

Sponsered content