সারাদেশ

সাভারে কুকুরের সাথে একই শিকলে আটকে অসহায় যুবককে নির্যাতন

  প্রতিনিধি ৭ মে ২০২৪ , ২:৪৭:৩৪ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি: পাওনা তিন হাজার টাকার জন্য কুকুরের সাথে একই শিকলে বেঁধে স্থানীয় রিকশা চালক রবিউলকে নির্যাতনের অভিযোগ উঠেছে মামুন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে রবিউল ইসলাম নামে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। সকাল থেকে তাকে দোকানের খুটিতে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
ভুক্তভোগী রবিউল ইসলাম নিলফামারী জেলার বাসিন্দা। একসময় মামুনের সাথে ব্যবসা করলেও বর্তমানে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগী রবিউল জানান, কিছুদিন আগে তিনি ভাঙ্গারি মালামাল‌ সংগ্রহ করে মামুনের দোকানে বিক্রি করতেন। তখন তার কাছে মামুনের তিন হাজার টাকা পাওনা ছিল। সেই টাকার জন্য মঙ্গলবার সকালে তাকে ধরে এনে দোকানের খুটিতে একটি কুকুরের সাথে বেঁধে মারধর করে মামুন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিকলের তালা খুলে রিকশা চালককে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন অভিযুক্ত মামুন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান বলেন, শিকল খুলে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Author

আরও খবর

Sponsered content