সারাদেশ

সাভারে আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ,   গ্রেফতার ১। 

  প্রতিনিধি ৮ মে ২০২৪ , ১:১২:৪০ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী নূর ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে, মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া ডুকাটি গার্মেন্টস সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত নুর ইসলাম গাইবান্ধা সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে। তিনি একই বাড়ির অন্য কক্ষের ভাড়াটিয়া। ভুক্তভোগী শিশুটির বয়স ৪ বছর। সে বাবা-মায়ের সাথে থাকে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উঠানে খেলা করার সময় শিশুটিকে কৌশলে ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে নূর ইসলাম। প্রায় ৪০ মিনিট পর শিশুটি ঘর থেকে বের হয়ে আসে। শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা তার কাছে জানতে চায়। শিশুটি মাকে বিষয়টি জানালে বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে নুর ইসলামকে গণপিটুনি দেয়।

পরে ৯৯৯ নাম্বারে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রাতেই এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান, আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

Sponsered content