উপজেলা প্রতিনিধি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সমন্বয় সভা ২১ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ( বিএমডব্লিউ এএ)'এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার ও উপজেলা মানব পাচার সদস্য সচিব মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম। অ্যাসিস্ট্যান্ট ভালনারেবল মাইগ্রােন্ড এন্ড কাউন্টার থ্রাপিকিং উন্নয়ন প্রকল্প বিষয়ে বিএনডব্লিউ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এর গহীত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রাবক্তব্ন্ত বিষয়ে উপস্থাপন করা হয়। বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি টেকনাফ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান চৌধুরী (মার্শাল),টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি পুলিশ অফিসার জীবন রায় চৌধুরী,টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগ নিয়ন্ত্রণ ডাঃ রিয়াদ মোঃ সাঈদ চৌধুরী। উম্মুক্ত আলোচনা করেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহীর হোসেন এম এ, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী ও সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদানান চৌধুরী প্রধান অতিথির বক্তব্য বলেন, মানব পাচারের মেইন হোতা ও প্রলোভনকারী সমাজের মুখোশ পড়া এক শ্রেনীর দালাল। অবৈধভাবে দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্ছে পাচার হয়ে যাওয়া কর্মসংস্থানে ওদের উপর চলছে অমানবিক নির্যাতন। উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধ ও সাংবাদিক।