বাংলাদেশ

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৩:২৪:১৮ প্রিন্ট সংস্করণ

  • উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শফিকুল ইসলাম (৪৩) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শফিকুল ইসলাম (৪৩) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন নলামারা গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকলে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের নলামারা গ্রামস্থ নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পুলক মন্ডল, এসআই (নিঃ) নয়ন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,
নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Author

আরও খবর

Sponsered content