আবহাওয়া

ত্রিশাল-ময়মনসিংহে ঘূর্ণিঝড় এর প্রভাব

  প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ৬:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ

সম্পাদকীয় প্রতিনিধি:  বরিশাল, খুলনা বিভাগ দিয়ে যখন ঘূর্ণিঝড় বাংলাদেশে প্রবেশ করে তখন থেকে ত্রিশাল সহ ময়মনসিংহ বিভাগে প্রচন্ড দমকা হাওয়া এবং মাঝে মধ্যে অতি বৃষ্টি এবং ঝির ঝিরে বৃষ্টি হয়। যতই ঘূর্ণিঝড় যতই ঘূর্ণিঝড় এগুতে থাকে ততোই দমকা হাওয়া বৃদ্ধি এবং বৃষ্টি বৃদ্ধি পেতে থাকে। যদিও টাঙ্গাইল জেলা দিয়ে এর গতিপথ ছিল। তারপরও ময়মনসিংহ জেলাতে এর প্রভাব ছিল অনেক বেশি।

গতরাত ২৭ মে ঘূর্ণিঝড়ের প্রভাবে ময়মনসিংহে ছোট বড় অনেক গাছ ভেঙে পড়ে। সাথে কিছু পরিমাণ বাড়ি ঘরও বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ময়মনসিংহের একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তায় পড়ে গেছে। এতে রাস্তায় যানচলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হচ্ছে। এসব গাছ ভেঙে পড়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাস্তা থেকে গাছ সরিয়ে নিয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দৈনিক মুক্তকথন নিউজ এর সম্পাদক যোগাযোগ করে জানেন, ময়মনসিংহে বেশ কিছু মানুষের জীবন মানের ক্ষয় ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙে পড়েছে, পাশাপাশি বেশ কিছু এলাকার বিদ্যুৎতের তার ছিড়ে পড়েছে। যা নিরসে সকাল থেকেই কাজ করছে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ এর টিম৷

Author

আরও খবর

Sponsered content