সারাদেশ

সাভারের নিউমার্কেট এলাকায় দুই মোটরসাইকেল আরহি নিহত

  প্রতিনিধি ৩১ মে ২০২৪ , ৩:৫৫:৩৬ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের নিউমার্কেট এলাকায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তারা মারা যান।
নিহতের নাম ঠিকানা শনাক্ত করা যায় নি।
হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে তারা যাচ্ছিল। তাদের অতিরিক্ত গতিবেগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পরে গেলে নিউমার্কেটের সামনে অজ্ঞাত পরিবহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃতু হয় এবং ওপর জনের অবস্থা ছিলো গুরুতর পরে সে-ও মারা যায় । খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন পুলিশ।
সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার (এসআই) আব্দুল খালেক জানান, লাশ এর পরিচয় শনাক্ত কারে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Author

আরও খবর

Sponsered content