সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের মৃত্যু বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ, ১৪’ভারতীয় জেলে আটক নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক সোহেল আহত ইয়ামিন হত্যা মামলার আসামি এএসআই গ্রেফতার ত্রিশালের সাপখালীতে কাঁচা রাস্তায় দুর্ভোগ, পাকা করার জোর দাবি এলাকাবাসীর বাবর ভাইকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফতেপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত বাহা’কে লাল কার্ড দেখালো বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা রামগঞ্জে বিশ্বখ্যাত জতুন পেইন্ট এবং কোটিংস শো-রুমের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার উলিপুরে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত পরিকল্পনার প্রচারণা

ইউপি সদস্য একজন সফল উদ্যোক্তা

Muktakathan News
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৩৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 103.160965; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইউসুফ আলী, অপরাধ তদন্তক:   মেধা, যোগ্যতা আর আন্তরিকতাই মানুষকে আত্মকর্মশীল হওয়ার স্বপ্ন দেখায়। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য  আব্দুর রশিদ একজন সফল কৃষক ও সফল উদ্যোক্তা  হিসেবে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।  সেই ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গরু খামার থেকে শুরু করে মাঠে কাজ করেন। কখনো হাতে কোদাল কখনো লাঙ্গলের ফলা, আর কখনোবা খেত নিড়ানি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

 

তার বাড়ি ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা ৮নং সাখুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থানীয়বাসিন্দা । তিনি অত্যন্ত সততা ও সুনামের সাথে ৮নং সাখুয়া ইউনিয়নকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন । এজন্য কুড়িয়েছেন অগনিত সুনাম ও সুখ্যাতি।

তিনি বলেন,কৃষিপ্রধান দেশে কৃষি আমাদের উন্নয়নের চালিকাশক্তি। কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এক ইঞ্চি পরিমাণ জায়গা যাতে পতিত না থাকে সেইলক্ষ্যে নিজের জমিগুলোকে নিজ হস্তে আবাদ করছি। এতে একদিকে নিজে লাভবান হচ্ছি অপরদিকে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে মনে করি। পারিবারিক পুষ্টি বাগান, মিটছে চাহিদা হচ্ছে আয়

কৃষি কাজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, মাঝে মধ্যে প্রাকৃতিক কারণে ফসল নষ্ট হলেও তিনি কখনই হাল ছাড়েননি। নতুন উদ্যমে নতুন করে ফসল আবাদ করেছেন। ভালো মাটি ও আবহাওয়া কৃষির জন্য বেশ উপযোগী বলে মনে করেন এই সফল কৃষক।

আগে শুধু ধান চাষাবাদ করলেও তিনি এখন সব ফসল ফলান। বর্তমান সময়ের কৃষি প্রযুক্তি তার কাছে খুবই সহজ বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি পড়াশুনা করেছেন এমএ পর্যন্ত।  কৃষির আয় দিয়েই চলছে তার ছোট সংসার এবং অর্থনৈতিকভাবে হচ্ছেন লাভবান।

আব্দুর রশিদ বলেন, কৃষি কাজ অত্যন্ত লাভজনক পেশা। এখানে আত্মনিয়োগ করলে পরিবারের সচ্ছলতা ফিরে আনা সম্ভব। অনেক শিক্ষিত বেকার যুবকরা চাকরির আশায় ঘোরাফেরা করে। চাকরি না পেলেও বেকার যুবকদের হতাশাগ্রস্ত না হয়ে কৃষি কাজের পরামর্শ দিয়েছেন আব্দুর রশিদ ।

 

আব্দুর রশিদ আরো বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থ একমাত্র জনগণের হক যা তাদেরকে দেয়ায় শ্রেয়। জনপ্রতিনিধিত্ব করতে হলে নিজের উপার্জিত অর্থ দিয়ে করতে হবে বলে মনে করি। বাংলাদেশের সকল মেম্বার, চেয়ারম্যানদের  উদ্দেশ্য বলতে চাই আপনাদের নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন এবং আপনার আশেপাশের তরুণ বেকার যুবকদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। আর যখন যে মৌসুম সেই মৌসুমে ফসল আবাদ করে উপার্জন করা সম্ভব। শিক্ষিত বেকার ছেলে-মেয়েরা কৃষি কাজ করে বাড়তি উপার্জন করতে পারবে। কৃষি কাজ করলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হবে বলে মনে করেন আব্দুর রশিদ ।

 

সাখুয়া ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক এম.এ আব্দুল্লাহ ফকির  বলেন, আব্দুর রশিদ একজন ভালো চাষি। উনার মতো ব্যক্তি কৃষি কাজে জড়িত হয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই কৃষিতে আত্মনিয়োগ করছেন।

 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া সুলতানা জানান, উপজেলা ৮নং সাখুয়া ইউনিয়নের আব্দুর রশিদ আসলে অনুকরণীয় হতে পারে। উনার ফসল উৎপাদনে আলাদা বৈশিষ্ট্য প্রকাশিত হয়। ফলে ওনাকে অনুকরণ করছেন এলাকার অনেক কৃষক।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102