ইউসুফ আলী, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নের গরীব বাজার নুরু দোকান মোড় হইতে দেওবাড়ী হয়ে সাখুয়া ও বাবুপুর গ্রামের সীমান্ত ডাক্তার বাড়ী মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সাবেক চেয়ারম্যান মরহুম শামছুজ্জামান ফকির এই রাস্তাটি করার পর আর কোনো সময়ই এক টুকরি মাটি ভরাট না করার কারনে এলাকাবাসীর যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছেলো দিনকে দিনকাল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়নের অধিকাংশ রাস্তাগুলো কাঁচা। এমনকি রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ফলে এ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে যোগাযোগের মাধ্যম হওয়ায় চলাচলে চরম ভোগান্তিতে সাধারণ জনগণ আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও উল্লেখযোগ্য, সাখুয়া ইউনিয়নের গরীব বাজার নুরু দোকান মোড় হইতে দেওবাড়ী হয়ে সাখুয়া ও বাবুপুর গ্রামের সীমান্ত ডাক্তার বাড়ী মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা অনুপযোগী চলাচলের হয়ে পড়ে। এই সকল রাস্তাগুলো নিয়ে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা না থাকায় বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছে এইসব এলাকার মানুষজন। পথচারী আক্কাস মিয়া বলেন, ইউনিয়ন এর রাস্তাগুলো কাঁচা ও ভাঙ্গা তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাই।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে সাখুয়া ইউনিয়নের ইউপি সদস্য ৭ নং ওয়ার্ডে মেম্বার জসিম উদ্দীন বলেন, শুকনা মৌসুমে ধুলা বালির কারনে যেমন জনজীবন বিপযস্ত হয়, ঠিক তেমনি ভাবে বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারনে কাদার সৃষ্টি হয়, এর ফলে পথচারিদের ব্যাপক পরিমান দুর্ভোগ পোহাতে হয়। তাই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমার ৭নং ওয়ার্ডের মহল্লার এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে না হয় তাই ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নের বরাদ্দকৃত মাধ্যমে দুই কিলোমিটার রাস্তা মেরামত করা হয়।
এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজ বলেন, গরীব বাজার নুরু দোকান মোড় হইতে দেওবাড়ী হয়ে সাখুয়া ও বাবুপুর গ্রামের সীমান্ত ডাক্তার বাড়ী মোড় পর্যন্ত ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নের বরাদ্দকৃত মাধ্যমে দুই কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে। আর মাননীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এমপি মহোদয়ের নিকটে এই রাস্তাটি পাকা করনের জন্য দাবী জানাই। বর্তমান সরকারের উন্নয়নমূলক যতকাজ আছে তা আমরা সততার সাথে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।