ইউসুফ আলী, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে তিনটি চোরাই গরুসহ তিনজন গরু চোর কে গ্রেফতার করা হয়েছে ত্রিশাল থানা পুলিশ।
অভিযানে উপজেলার কাজির শিমলা দুলাল বাড়ী এলাকার বজলুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনের পাশ থেকে তাদের আটক করা হয়। তাদের সাথে থাকা ৩টি চোরাই গরুসহ একটি পিকাপ গাড়ী আটক করা হয়। এসময় অজ্ঞাত আরো ২-৩ জন চোর দৌড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজির শিমলা দুলাল বাড়ী এলাকার মোছাঃ শেফালী খাতুন (৪৫) ৭ মার্চ রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে যায়। পরেরদিন সকালে গোয়ালে গরু দেখতে না পেয়ে থানায় কল দিয়ে জানতে পারেন, ত্রিশাল থানা পুলিশ কাজির শিমলা দুলাল বাড়ীর বজলুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে ৩টি গরুসহ তিনজন গরু চোর আটক করেছে। পরে মো. বজলুর রহমান ও ছেলে শেখ সারোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে গরু ৩টি সনাক্ত করে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা।
এসময় জামালপুর জেলার গোড়ার কান্দা এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে মো. আবঃ সালাম (৪৮), রানাগাছা এলাকার আজিজুল হোসেনের ছেলে মুহিদুল ইসলাম মারুফ (২১) ও রংপুর জেলার পীরগাছার রিয়াজুল ইসলামের ছেলে মো. মোশারফ ওরফে শরীফুল (২৪) কে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা চোরাই কাজে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-২০-৮২৭১) জব্দ করা হয়।