মারুফ আহম্মেদ, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খাট্রাউছনা গ্রামে ফসলি জমির পাসে গতকাল আনুমানিক বিকেল ৫.০০ ঘটিকার সময় (৩) টি রাসেল ভাইপারস সাপ একত্রে ছিল। সে সময় ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবক রাসেলস ভাইপার সাপ তিনটিকে দেখতে পেয়েছিলেন। তারপর সে এলাকার লোকজন ডাকাডাকি করে।তারপর এলাকাবাসীর কয়েকজন মিলে সাপ তিনটির মধ্যে দুইটিকে মারতে সক্ষম হয় এবং সে সময় ঘটনাস্থল থেকে একটি সাপ পালিয়ে যায়।উক্ত ঘটনার পর এলাকাবাসীর মধ্যে বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে জানা গেছে যে উক্ত এলাকায় ওই পালিয়ে যাওয়ার সাপটিসহ আরো বেশ কয়েকটি সাপ বসবাস করছে।উক্ত এলাকাবাসীর অনুরোধ ওই সব সাপ গুলোকে খুব শীঘ্রই যেন ধরা হয়।