প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ৩:২৫ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারীসহ ০৪ জন গ্রেফতার করেছে র্যাব-১১।
মেহেদি হাসান মুন্না,ভ্রাম্যমাণ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা উত্তর কাশিপুর আলীপাড়া এলাকায় সুরুজ মিয়া ওরফে সুরুজ মেম্বার (৭০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার দুই ছেলেসহ ৪ জন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন সুরুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সুরুজ ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি। আহতরা হলেন: সুরুজ মিয়ার দুই ছেলে মো. জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০)। অন্য দুজন অটোরিকশা চালক মো. রাসেল (৩২) ও শাকিল (৩০)।
পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৫।
- উক্ত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ দ্রুত ছায়া তদন্ত শুরু করে। তদন্তের জের ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল, নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চর সৈয়দপুর এলাকা হতে উক্ত মামলার প্রধান আসামী ১। আলাউদ্দিন ওরফে হীরা (৩৫), পিতা-মোঃ সফর আলী মাঝি (৫৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আসামীর দেয়া তথ্য মতে র্যাব-১১ ও র্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অন্যান্য আসামী ২। মোঃ আল আমিন (২২), পিতা- মোঃ আওলাদ হোসেন, ৩। মোঃ রাসেল (২০), পিতা- মোঃ জাফর এবং ৪। মোঃ সানি (২৯), পিতা- মোঃ সেলিম -কে গাজীপুর কালিয়াকৈর থানাধীন রতনপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © মুক্তকথন গ্রুপ