প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৪:৪৬ এ.এম
ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু।

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চার’শ বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু হলো আজ ।
রোববার বিকেলে ধামরাই উপজেলা পরিষদ সংলগ্ন রথখোলা এলাকায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় এই রথযাত্রার উৎসবে উপস্থিত ছিলেন কয়েক হাজার দর্শনার্থী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রলয় কুমার ভার্মা। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, ধামরাইর পৌর মেয়র গোলাম কবির এ সময় উপস্থিত ছিলেন।
রথখোলা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা কাঠের তৈরি বড় রথটি রশি দিয়ে টেনে যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যান। এসময় রথের উপর প্রসাদ ছিটিয়ে দেন ভক্তরা।
আগামী ১৫ জুলাই উল্টো রথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে বিশেষ মেলা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © নিবন্ধন প্রক্রিয়াধীন @ মুক্তকথন গ্রুপ