সারাদেশ

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ১০:৩১:১৭ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সোমবার (৫ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ সফল করতে রাজধানীর রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। অনেকে হাতে পতাকাসহ স্লোগান দিচ্ছেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে নিয়ে বিকাল সাড়ে ৪টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করছেন সেনাপ্রধান ওয়াকার উজ-জামান।
ইতোমধ্যে গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তারা সেখানকার বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।

Author

আরও খবর

Sponsered content