প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৪, ২:১০ পি.এম
ইসলামি ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার শোকরানা মিছিল, উপস্থিত ছাত্র জনতার ঢ্ল

সাভার প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু-সুফিয়ান এর নেতৃত্বে শোকরানা মিছিল ও শান্তি সমাবেশ করা হয়।
৬ আগষ্ট (সোমবার) বাদ মাগরিগ নামাজের পর সাভার রেডিও কলনি হতে ❝নারায়ে তাকবির, আল্লাহু-আকবার ও শিবির, শিবির স্লোগানে ❞পাকিজা ইউটার্ন গিয়ে শান্তি সমাবেশ করে সাভার সিটি সেন্টার এসে সমাপ্ত করেন তারা ।
সমাবেশ বিরতিতে জেলা সেক্রেটারি আলম হোসেন রাকিব এর সঞ্চালনায় বক্তব্য শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তরএর সাবেক সভাপতি সাভার পৌরসভার সেক্রেটারি জনাব আব্দুল কাদের এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর এর সাবেক সভাপতি জনাব সানোয়ার হোসেন।
সাবেক সভাপতি সানোয়ার হোসেন তার বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এদেশের জন্য একটি নিয়ামত এদেশ জাতি গড়ার জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন সময় তাদের মিত্থা অপবাদ দিয়ে গুম, খুন, জুলুম নির্যাতন করে সরকার তাতে পেরে উঠেনি যতবার তাদের উপর গুম খুন হয়রাই করে দাবিয়ে রাখার চেষ্টা করেছে পুনরায় তারা দ্বিগুণ শক্তি নিয়ে সামনের দিকে এগিয়েছে। তিনি সকলকে আহবান জানান যে আপনাদের সন্তানদেরকে সৎ,দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র শিবিরের সাথে যুক্ত করে দিন আপনার সন্তানকে সঠিকভাবে পড়ে তোলার দায়িত্ব আমাদের।
শোকরানা মিছিল ও বর্তমান জেলা সভাপতি আবু-সুফিয়ান এর বক্তব্যে বলেন, সরকার আমাদের গত ৭ দিন আগে নিষিদ্ধ করে দিয়েছিল আর এখন শুধু বাংলাদেশ নয় প্রায় সকল দেশ থেকেই নিষিদ্ধতম পর্যায়ে তারা চোলে গেছে। এটাই আসলে যুগেযুগে যারা ইসলামের পথে ছিল তাদের নিভিয়ে রাখার জন্য স্বৈরাচাররা নানা চেষ্টা অপচেষ্টা চালিয়েছে কিন্তু তাও ইসলাম প্রিয় তাওহীদ জনতাকে তারা নিভায় দিতে পারে নি। তিনি আরও বলেন আমরা লক্ষ করছি যে বিভিন্ন জায়গায় ভিন্নধর্মাবলম্বীদের উপর হামলা হচ্ছে আমরা এর কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের জান মালের পাহারার দায়িত্ব আমাদের আমরা তাদের সকল মন্দির গুলো পাহারার দায়িত্বে থাকবো যেন কোন দুষ্কৃতিকারী হামলা অগ্নিসংযোগ না ঘটাতে পারে করতে না পারে এরপর সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন তিনি।
দীর্ঘপ্রায় একযুগ পর আওয়ামী সন্ত্রাসী মুক্ত বাংলাদেশে স্বাধীন ভাবে সকল কার্যক্রম চালিয়ে যেতে চায় তারা । এর অবদান সম্পুর্ন এসময়ের সকল ছাত্রসমাজের। তাদের রক্ত দিয়ে বুক পেতে শহীদ হয়ে পুনরায় স্বাধীনতার সুখ দিয়েছে এ জাতিকে।
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © নিবন্ধন প্রক্রিয়াধীন @ মুক্তকথন গ্রুপ