মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার পাঁচবিবিতে গ্যালাক্সি ড্রাগন বাগানে বদলে যাচ্ছে জীবন,নারী শ্রমিকদের স্বাবলম্বিতার গল্প পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইন মামলায় আটক- ১ ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বিদ্যুৎ না থাকায় সাভার ডিইপিজেডে ৯০ টি কারখানার উৎপাদন বন্ নোয়াখালী যুবককে গুলি করে হত্যা কুড়িগ্রামে বখাটের দায়ের কোপে স্কুল শিক্ষার্থী আহত জাতীয় ভোক্তার অধিকারের অভিযানে গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে এক হাজতির মৃত্যু ঠাকুরগাঁওয়ে গৃহবধূ খাইরুন নাহার হত্যা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন

ত্রিশালে পানি নিষ্কাশনে বাধা পড়ে রাস্তায় পানি, শিক্ষার্থীদের বিক্ষোভ

Muktakathan News
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৯ Time View

ময়মনসিংহের ত্রিশালে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শতাধিক শিক্ষার্থী।

রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের অলহরী-জয়দা সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় তারা ‘পানি নিষ্কাশনের পথ চাই, নিষ্কাশনের পথে বাধা সৃষ্টিকারীদের শাস্তি চাই; ‘চলার পথ মসৃণ চাই, জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের বিচার চাই’ বলে স্লোগান দেন।

ভুক্তভোগীরা জানান, অলহরী, জয়দা, দুর্গাপুর, অলহরী মধ্যপাড়া, খারহর, ও মঠবাড়ী গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কয়েক বছর ধরে এ দুর্ভোগ পোহাচ্ছে। চলাচলে সমস্যা হওয়ায় বিভিন্ন স্কুল কলেজের শতশত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে তাদের প্রতিষ্ঠানে চলাচল করছে। বছর তিনেক আগে পাকা রাস্তাটি পুননির্মাণ কাজ শেষ হলেও বর্ষা মৌসুমের পুরো সময় পানি জমে থাকায় তাতে এখন অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। ভাটিতে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে মাছ চাষ শুরু হওয়ার পর থেকেই তাদের এ দুর্ভোগ শুরু। এতে রাস্তায় জমে থাকছে পানি। এখানে বসবাস করা পরিবারগুলো তাদের শিশুসন্তান, বয়স্ক লোকের চলাচল ও যানবাহনে করে মালামাল পরিবহন নিয়ে পড়েছে বিপাকে।

তাদের অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তার কয়েকশো মিটার জোরে হাঁটু পরিমান পানি জমে থাকে। মাঝে মধ্যে তা কোমর বরাবর যেয়েও ঠেকে।  কয়েক দিন পর পানি কমলে তা আর চলাচলের উপযোগী থাকে না। এ এলাকায় বসবাস করেন সবাই নিম্ন আয়ের মানুষ। ভুক্তভোগীরা এ ভোগান্তি থেকে মুক্তির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

বিক্ষোভে অংশ নিয়ে পার্শ্ববর্তী জয়দা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার বলে, ‘হাটু পানি মাড়িয়ে আমাদের স্কুলে আসা-যাওয়া করতে হয়। পানির নিচে খানাখন্দ থাকায় অনেক সময় পড়ে গিয়ে জামাকাপড় ও বইখাতা ভিজে যায়। তখন আবার বাড়িতে ফেরত যেতে হয়। যাদের কারনে আমাদের এই অবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।’

একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান আনিকা বলে, ‘আমাদের এলাকাটি বন্যা কবলিত না হলেও আমাদের চলাচলে বন্যার তিক্ত স্বাদ ভোগ করতে হয়। কিছু দুষ্ট মানুষের কারনে আমাদের এই দুর্ভোগ। আমাদের চলাচলের রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া বলেন, আমরা এলাকাবাসী এ রাস্তার পানি নিয়া ভীষণ সমস্যায় আছি। জন্মের পর দেখিনাই কখনো এই রাস্তায় জলাবদ্ধতা হয়েছে। কতিপয় প্রভাবশালী লোকে পানি নিষ্কাশনের পথ আটকিয়ে এই সমস্যা তৈরি করেছে। না নেওয়া যায় রোগী, না আনা-নেওয়া করা যায় মাছের খাদ্য। ভীষণ সমস্যা হচ্ছে। প্রতিদিনই কোনও না কোনো যানবাহন বিকল হচ্ছে এখানে। শিক্ষার্থীরাও ঠিকমতো আসা-যাওয়া করতে পারছে না। এই বিষয়ে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

জয়দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পাশাপাশি বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এ রাস্তা দিয়ে চলাচল করে। পানি মাড়িয়ে তাদের নিয়মিত আসা-যাওয়া করতে অনেক কষ্ট হয়। অনেক সময় তাদের বই, খাতা এমনকি পোশাক পরিচ্ছন্ন ভিজে যায়। এতে করে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। তাই কর্তৃপক্ষের কাছে বিনিত অনুরোধ, দ্রুত এই রাস্তার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল যেন নিশ্চিত করা হয়।’

স্থানীয় ইউপি সদস্য তাফাজ্জল হোসেন দৈনিক মুক্তকথন নিউজকে জানান, জয়দা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের চলাচলের একমাত্র পথ এটি। এছাড়া কয়েক গ্রামের হাজারো মানুষ এ পথে চলাচল করে। সবাই খুব দুর্ভোগে আছে। আমি স্থানীয় ভাবে কয়েকবার তাদের বললেও কোন সুরাহা হয়নি। তাই এই সমস্যা সমাধানে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102