একটি ত্রাণের প্যাকেট দিয়ে বিভিন্ন দিক থেকে ছবি তোলেন ৮-১০ জন। এরপর তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক বিভিন্ন মাধ্যমে। এ কারণে ত্রাণ এর প্রয়োজন থাকা সত্বেও আত্মসম্মান বিসর্জন দিয়ে বেশিরভাগ বানভাসি ত্রাণ নিতে যাচ্ছে না।
এমন অভিযোগ করেন কুমিল্লার বুড়িচংয়ের বানভাসিরা। শনিবার এই উপজেলার বন্যাদুর্গত এলাকা ঘুরে এমন অভিযোগের সত্যতাও মিলেছে। বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসা অনেককেই ফিরে যেতে দেখা গেছে। ত্রাণ দেওয়ার নামে ফটোসেশনের জন্য অতিরিক্ত সাজ-শয্যাও চোখে পড়েছে।