শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
রোজা হল ধনী গরিবের পার্থক্য নির্ণয়ের মাপকাঠি বন্ধুত্বের আলোয় ইফতারের মিলনমেলা, পাঁচ বছর পর একসঙ্গে দ্বিতীয় বারের মত কর্ণফুলী টানেল টোল ডিপার্টমেন্ট কতৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে শিবিরের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে ইফতার”হুইল” চেয়ার” ও আর্থিক সহায়তা প্রদান পঞ্চগড় শিশু কন্যা ধর্ষণচেষ্টার অভিযোগ পেলাইদ উত্তরপাড়া আকন্দবাড়ী জামে মসজিদের উদ্যোগে ইফতার মাহফিল।  এবার শাহজাদপুরে ৪ বছরের শিশু ধর্ষণ করলো মামাতো ভাই, মুমূর্ষু অবস্থায় হাঁসপাতালে ভর্তি বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন ময়মনসিংহের গৌরীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা সহ নারী আটক

আমার নামে অপপ্রচার করা হচ্ছে – এস এম জাহাঙ্গীর

Muktakathan News
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

তরিক শিবলী (উত্তরা): জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে যুবদলের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম অপ-প্রচার করা হচ্ছে। উত্তরার বুধবার দুপুর ৩ টায় ৯ নং সেক্টর তার নিজ বাসভবন সংবাদ সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক একটি প্রতিপক্ষ তার বিরুদ্ধে এমন হীন- জঘন্যতম কাজ করছেন। তিনি আরো বলেন,আন্দোলন চলাকালে ১৮ই জুলাই উত্তরা থেকে ডি বি পুলিশ তাকে গ্রেফতার করে নির্মমভাবে অত্যাচার করে। গত ৫ই আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।

 

এসএম জাহাঙ্গীর বলেন, ঢাকা-১৮ আসনে গত দুই যুগেরও বেশি সময় ধরে আমি বিএনপিকে সুসংগঠিত করে আসছি। বিএনপিতে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশের নেতাকর্মীদেরকে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। যারাই নির্দেশনা অপমান্য করে অসাধু কাজে লিপ্ত হয়েছে তাদেরকে দলীয় ভাবে বহিষ্কার, পদ পদবি স্থগিত, কমিটি বাতিল নানারকম সাংগঠনিক শাস্তি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যৎতে চলমান থাকবে। এমময় তিনি সাংবাদিকদেরকে লিখিত বক্তব্য পড়ে শুনান।

 

লিখিত বক্তব্য পড়ে শুনানোর সময় তিনি বলেন,
দলের প্রতি তার ত্যাগ ও আন্তরিকতা দেখে গত উপনির্বাচনে দল তাকে ধানের শীষের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছে।তিনি আরো বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। ঢাক-মহানগর উত্তরে লাখ লাখ নেতাকর্মী রয়েছে, একজন কর্মী হিসেবে তার সাথে ও হাজার হাজার নেতা কর্মী রয়েছে। কেউ যদি ব্যাক্তিগতভাবে দলীয়,নির্দেশ অমান্য করে কোন অপকর্মে লিপ্ত হলে সই দায় দল বা আমি নিবো না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে। না। এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে বৃহত্তর উত্তরায় মাসব্যাপী বিএনপি-র শান্তি মিছিল করা হয়।

যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরার বিভিন্ন সেক্টর এলাকায় এখনোশান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে । মাসব্যাপী কর্মসুচীতে তারা “উত্তরার মাটি জাহাঙ্গীর ভাইয়ের ঘাটি” জাহাঙ্গীর ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ” স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যারকারী খুনি হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উত্তরার প্রতিটি থানা এবং ওয়ার্ডের অফিসে অবস্থান কর্মসূচি পালন করেন। সরেজমিনে দেখা গিয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতিদিন উত্তরা ৯ নং সেক্টর অফিস থেকে শুরু করে রাজলক্ষি, জসিমউদদীন, আজমপুর, তুরাগ, বাউনিয়া, হরিরামপুর,উত্তরখানের চাঁনপাড়া, ময়নারটেক, কাঁচকুড়ায় সড়কে বিক্ষোভ মিছিল করেন। এছাড়াও দক্ষিণখান থানা এলাকার আজমপুর, কসাইবাড়ী,বিমানবন্দর ও কাউলা আসকোনা এলাকায় শেখ হাসিনাও তার দোসরদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন। ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর গত ৫ ই আগষ্ট থেকে এসএস জাহাঙ্গীর উত্তরার রাজপথে অবস্থান কর্মসূচি শুরু করেন ।

 

জানা যায়, প্রতিদিন সকাল থেকে শুরু করে বিরতি দিয়ে সন্ধ্যা পর্যন্ত দলীয় অফিস থেকে শুরু করে পাড়া মহল্লায় বিভিন্ন সড়কে শান্তি মিছিল অব্যাহত রেখেছেন। এসময় উত্তরার সিনিয়র বিএনপি নেতারা জানান, খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে তাঁরা ৫ই আগষ্ট বিকাল থেকে প্রতিদিন উত্তরা এলাকার বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিট অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। সরেজমিনে দেখা যায়, আগষ্ট মাসজুড়ে মহানগর উত্তরের সাবেক যুবদলের সভাপতি এস এস জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরা বিভিন্ন থানার সিনিয়র নেত্রীবৃন্দ ও বিএনপির সিনিয়র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। তারা প্রতিনিয়ত উত্তরার জমজম টাওয়ার,রবিন্দ্র স্মরণী, হাউজ বিল্ডিং,আব্দুল্লাহপুর, জসিমউদদীন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ব্যানারে শান্তি মিছিল করেন।
জানা যায়, গত ৫ ই আগষ্টের পর থেকে ছাত্র আন্দোলনে নিহত শহীদের রূহের মাগফিরাত কামনা করে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102